স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে শনির হাওররক্ষা বাঁধের সাহসী প্রতিনিধি মনেছা বেগমকে ও তাহিরপুরের স্বেচ্ছাশ্রমে হাওরের ফসলরক্ষা বাঁধের উদ্যোক্ত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও দিরাই শ্যামারচর এলাকার কৃষক সংগঠক অমর চাদ দাশকে সম্মাননা জানিয়েছে সুনামগঞ্জ আলফাত স্মৃতি ট্রাস্ট। শনিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এই তিনজনকে সম্মাননা জানানো হয়।
মনেছা বেগম ও অমর চাদ দাশকে আর্থিক অনুদান এবং কামরুজ্জামান কামরুলকে সংগঠনের পক্ষ থেকে স্মারক উপহার দেয়া হয়। কামরুজ্জামান কামরুল ও মনেছা বেগম শনির হাওর রক্ষা বাধে টানা ২৫ দিনের যুদ্ধ করেন বাধ টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত গত শনিবারে বাধটি ভেঙ্গে গিয়ে হাওরে ফসল ডুবে যায়। তবে রাতদিন কাজ করে তারা জাতীয়ভাবে আলোচিত হন।
জাতীয়ভাবে কামরুল ও মনেছাকে নিয়ে এবার আলোচনা হয়। স্বেচ্ছাশ্রমে বাধরক্ষার কাজে প্রশংসিত হন তারা। হাজার হাজার কৃষক নিয়ে প্রতিদিন বাধে কাজ করে উদাহরণ সৃষ্টি করেন। কৃষকদেরও মন জয় করেন তারা।
আলফাত স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে তিনজনকে সম্মাননা জানান, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও আলফাত স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট সালেহ আহমদ।