স্টাফ রিপোর্টার::
আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
সুনামগঞ্জসহ ২৪ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মাঠ প্রশাসনে এ রদবদল করে। ডিসিরাই জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
শিগ্রই নিয়োগ প্রাপ্ত সুনামগঞ্জ জেলা প্রশাসক সুনামগঞ্জে এসে দায়িত্বগ্রহণ করবেন বলে জানা গেছে।