বিশেষ প্রতিনিধি;
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওয়ে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে ৫ দিনের ও ২৯ জনকে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শাল্লাজোনের বিচারক শ্যামকান্তি সিনহার আদালতে হাজির করে রিমাণ্ড শুনানি হয়। গত রবিবার পুলিশ স্বাধীনকে ১০দিন ও আরো ২৯জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালত আজ মঙ্গলবার দুপুরে শুনানী শেষে স্বাধীনকে ৫ দিন এবং অন্যদের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।