1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

যাদুকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালুপাথর উত্তোলন: ৩৬ লক্ষ টাকায় নিলামে বিক্রি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৪.১৮ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ : সুনামগঞ্জের
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার তীরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর কোয়ারি করে অবৈধভাবে উত্তোলিত ৯০হাজার ঘনফুট বালি ও পাথর জব্দ করে উন্মুক্ত নিলাম ডেকে প্রায় ৩৬লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার দুপুর থেকে দিনব্যাপী টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের এ অভিযান সন্ধ্যা ৭টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলামের মধ্যদিয়ে শেষ হয়। বুধবার রাতেই জব্দ করা ৫০ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। নিলামে অংশ নিয়ে প্রতি ঘনফুট পাথর ৫২
টাকা এবং প্রতি ঘনফুট বালি ১৩ টাকা দরে কিনে নেন স্থানীয় বাসিন্দা মাও: আবু সাঈদ এবং জাকির হোসেন।
টাস্কফোর্সের অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মাঈদুল ইসলাম, র‌্যাব- ৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের ডিএডি মো. জাহিদুল ইসলাম, তাহিরপুর
থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ
প্রতিবেদককে জানান, জাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে,উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ
পাথরের মূল্য আসে ২৯ লাখ, ৯০ হাজার টাকা এবং বালি ৫ লাখ, ৯৮ হাজার টাকা। নিলামকৃত বালি পাথরের মোট মূল্য আসে ৩৫ লক্ষ, ৮৮হাজার টাকা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!