লন্ডন প্রতিনিধি::
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি লোকজনের মধ্যে অতিমারি করোনার ভ্যাক্সিন গ্রহণে আগ্রহ বাড়ছে। ভ্যাক্সিন গ্রহণ জঠিলতার মধ্যেও তারা অনেকেই ভ্যাক্সিন নিতে আগ্রহী। প্রতিদিনই ভ্যাক্সিন গ্রহিতার সংখ্যা বাড়ছে। তাছাড়া তাদের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতাও বাড়ছে বলে জানা গেছে। প্রবাসীরা বাঙলাদেশি নাগরিকদেরও করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ বলেন, প্রথমে ভ্যাক্সিন গ্রহণে বাঙালি কমিউনিটির অনেকেরই উদাসীনতা ছিল। এখন এই আগ্রহ বাড়ছে। তাই প্রতিদিনই ভ্যাক্সিন নিচ্ছেন তারা। আমিও আজ ভ্যাক্সিন গ্রহণ করেছি। তিনি বলেন, আমাদের বাংলাদেশ সরকার বিশ্বের অনেক উন্নত দেশেরও আগে সাধারণ মানুষকে করোনার ভ্যাক্সিন দিতে ভ্যাক্সিন সরবরাহ করে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের সবার উচিত নিজেরা সুস্থ থাকতে ভ্যাক্সিন গ্রহণ করে রাষ্ট্র ও পরিবারকে সুরিক্ষত রাখা।