স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে কার্গো থেকে পড়ে নাঈম আহমদ (২২) নামে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছে। নাইম নড়াইল জেলার লোহাগড়া থানার চরবক জুড়ি গ্রামের শওকত আহমদের ছেলে। সে সুরমা নদীতে কার্গো শ্রমিক হিসেবে জাহাজে কাজ করে।
মঙ্গলবার সকাল ৮টায় সুরমানদী তীরবর্তী টেংগারগাঁও এলাকায় নোঙ্গর করা পাথর বোঝাই এমভি হিমিমালা কার্গোটির রশি খুলতে গিয়ে নাঈম আহমদ নদীতে পড়ে নিখোজ হয়। সহকর্মীরা খুজেও তাকে পায়নি। তাকে অনেক খুজাখোজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিকেলে ছাতক থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।