হাওর ডেস্ক ::
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে কমিশন বৈঠক শেষে ইসি সচিব নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে আবার নির্বাচন হবে।
এরআগে গত ২৯ মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।