স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দেখার হাওরের তিন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা প্রদান করেছে ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’। বুধবার দুপুরে সদর উপজেলার দেখার হাওর বেষ্টিত গ্রাম হাছনপছন্দ, রৌয়ারপাড় ও গোয়ারছড়া গ্রামের ফসলহারা প্রায় ২ শ ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল, আটা, আলু, রসুন, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নৃপেশ রঞ্জন তালুকদার, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক বিজন সেনরায়, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, বিন্দু তালুকদার, মাহমুদুর রহমান তারেক, রাজু আহমেদ, প্রদীপ পাল, ব্যাংক কর্মকর্তা ইসমাইল আলী, ইকবাল হোসেন, নাইমুল ইসলাম, শিপলু কর, মত্যজিৎ রায়, জহিনুর মিয়া, মহিতোষ দাস, আলম বাদশা, এমদাদুর রহমান, মাহবুবুবর রহমান, দেবব্রত তরফদার, আবু সাইদ খান রুমিত প্রমুখ।