শাল্লা প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগ সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন শাল্লার কৃতি সন্তান এসএম শামীম। গত ২২ এপ্রিল উক্ত সংঘটনের কেন্দ্রীয় সভাপতি হাজী মো. আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ(হ্রদয়) স্বাক্ষরিত বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগের দলীয় পেডে ৫৭ বিশিষ্ট সদস্যের কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগের কেন্দ্রীয় সংসদ।এতে সভাপতি করা হয় জি-বাংলা ফ্রুড প্রোডাক্টসের পরিচালক এসএম শামীম ও সাধারণ সম্পাদক হিল্লুল সরকার জুয়েলকে।এসএম শামীম বলেন বঙ্গবন্ধু প্রযুক্তিলীগের সংঘটন ছাড়া ও আমি সাধারণ জনগণের সেবা করার লক্ষে দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে আসছি।সিলেটস্হ জি-বাংলা ফ্রুড প্রোডাক্টস কোম্পানির পরিচালক ও সভাপতি চাইল্ড স্মাইল ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা,জাগ্রত হাওর উন্নয়ন ফোরাম সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তিনি।তিনি শাল্লা উপজেলা তথা সিলেটবাসীর দোয়াও আর্শীবাদ চেয়েছেন।