তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের মাসিক বেতন নিজের ব্যক্তিগত টাকায় পরিশোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়নার মোয়াজ্জেম হোসেন রতন। আগামি বোরো ফসল না ওঠা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নিজের টাকায় তিনি এ অর্থ বিদ্যালয়ে পরিশোধ করবেন। শনিবার বিকালে উপজেলা সদর পূর্ববাজারে অনুষ্টিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্টিত এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলী মর্তুজা, আব্দুল জলিল তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, কৃষকলীগ সভাপতি অনুপম রায় প্রমুখ।
উল্লেখ্য তাহিরপুর উপজেলার ২৩টি হাওর থেকে উৎপাদিত একমাত্র ফসল বোরো ধান এ বছর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে। নিজ নির্বাচনী এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সুগম রাখতে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও কৃষকদের সহায়তায় নানা কর্মসুচীর কথা তিনি বলেন।
সাংসদের এ ঘোষণায় ছাত্র অভিভাবক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের বেতনের টাকা নিজের ব্যক্তিগত টাকায় পরিশোধের ঘোষণা দিয়ে জনপ্রতিনিধি হিসাবে এমপি সাব নজির স্থাপন করেছেন। এতে অভিভাবক হিসাবে আমরা অনেক খুশি হয়েছি এবং স্বস্থি পেয়েছি।