হাওর ডেস্ক::
কবি শঙ্খ ঘোষের মৃত্যুর মাত্র আট দিন পর তার স্ত্রী প্রতিমা ঘোষও কোভিড-১৯ সংক্রমণে মারা গেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে কলকাতায় নিজের বাড়িতেই ৮৯ বছর বয়সী এ কবিপত্নীর মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জলপাইগুড়ির মেয়ে প্রতিমা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সঙ্গেই পড়াশোনা করতেন। পরে বিদ্যাসাগর কলেজে অধ্যাপনাও করেছেন তিনি। প্রতিমা ঘোষের লেখা একাধিক বই আছে।
১৪ এপ্রিল স্বামী-স্ত্রী দুজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর কবির ইচ্ছানুযায়ী বাড়িতেই তাদের চিকিৎসা চলছিল।
গত ২১ এপ্রিল শঙ্খ ঘোষের মৃত্যুর পর প্রতিমা ঘোষের শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে তাকে হাসপাতালে নেওয়ারও উপায় ছিল না বলে পরিবারের সূত্রে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিমতলা শ্মশানে প্রতিমা ঘোষের শেষকৃত্য হবে, জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।