হাওর ডেস্ক::
পূর্বাভাসের সঙ্গে মিল রেখে গত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমতে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। তবে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী সপ্তাহজুড়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, চলতি সপ্তাহের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গত রাতের বৃষ্টিতে কমতে শুরু করেছে। দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি। এছাড়াও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত আগামী সপ্তাহজুড়েও অব্যাহত থাকবে। ফলে আরো কমতির দিকে থাকবে তাপমাত্রা। আগামী দু-এক দিনের মধ্যে সেটি নেমে আসবে সহনীয় পর্যায়েও।