সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করার দাবিতে জামালগঞ্জ উপজেলার বেহেলি বাজারে পথ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে ঐক্য ন্যাপ’র আয়োজনে ও কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সহযোগীতায় এ পথ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সভাপতি মো. গোল আহম্মদ। সংঘঠনের সাধারন সম্পাদক আলী আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্রাচার্য, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোনায়েম মেহেরুন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির আহবায়ক শাহ জাহান সিরাজ, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সংগঠনের সদস্য মো. আবু তাহের তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য মনেছা বেগম, ক্ষেত মুজুর সমিতির আহবায়ক আব্দুল শহীদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি পঙ্কজ বট্রাচার্য বলেন, দূর্গত হাওর বাসীর পাশে আছি ঐক্য ন্যাপ, সুনামগঞ্জ জেলা সহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা কর, সরকারী বেসরকারী সকল প্রকার ঋণ মুওকুফ ও হাওরে অবাধে মাছ ধরার সুযোগ নিশ্চিত কর, ক্ষতিগ্রস্থ এলাকায় পূর্ণ রেশনিং ব্যবস্থা কর, হাওর এলাকায় প্রতিটি হাওরে হাওর কমিটি করেন, হাওরে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। হাওরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও, হাওরবাসীকে চাল, ডাল, আলু, তেল, লবণ সহ সব কিছু দিতে হবে। মানুষকে বাঁচাতে সরকারের দায়ীত্ব এটা মানুষের অধিকার। তিনি এ কথা বলেন। পরে হাওর বাসী অসহায় ২শত ২০ জন কৃষকদের মাঝে চাল, আলু ও লবণ বিতরন করা হয়।