বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুুর গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে তাদেরকে আটকের পর দুপুর ১২টায় র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্যা জানানো হয়েছে। আটকৃতরা হলো, জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ ময়নুল হক (১৯), একই গ্রামের তহিরুল্লার ছেলে হানিফ আহমদ (৩৮) ও তার স্ত্রী পারভিন বেগম (৩৮)। আটককৃতদের মামলা দিয়ে পার্শবর্তী ছাতক থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি টেলিফোন সেট, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই ও এটিএম কার্ড, বিভিন্ন ধরনের ইলেকট্্রনিক্স সামগ্রীসহ নগদ ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
সাংবাদিক সম্মেলনে সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের সেকেন্ড ইন কমা- পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল বলেন, বিকাশের মাধ্যমে এই চক্র বিভিন্ন স্থানে নিয়মিত প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বিকার করেছে। তাদেরকে মামলা দিয়ে ছাতক থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।