বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও কয়লা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানাযায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মঙ্গলবার রাতে টেকেরঘাট সীমান্তের মেইন পিলার ১১৯৯/৫-এস এর নিকট থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রজনী লাইন নামক স্থান হতে ৫৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
একইদিন রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত ফাঁড়ির মেইন পিলার ১২১৬/৩-এস এর নিকট থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর চিনাউড়া নামক স্থান হতে ১.৬ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তসলিম এহসান পিএসসি এ প্রতিবেদককে জানিয়েছেন, আটককৃত গাঁজা ও মদের আনুমানিক বাজার মূল্য ১২ হাজার, ৭৫০ টাকা।
তিনি আরো জানিয়েছেন, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।