তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকের বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পোনামাছ। প্রতি বছরই এখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পোনামাছ বিক্রি করে থাকে। এভাবে পোনামাছ নিধন চলতে থাকলে এক সময় দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাবে। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে এসব দেশীয় প্রজাতির পোনা মাছ। আর প্রতি বছরের মতো এবারও নিশ্চুপ এখানের মৎস্য বিভাগ। পোনামাছ বিক্রি বন্ধে বা জনসচেতনতা সৃষ্টি করা নিয়ে উপজেলা মৎস্য বিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি। পৌর শহরের বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে পোনামাছ বিক্রি হতে দেখা গেছে। শহরের ছাতক বাজার, পেপারমিল(মিনিমার্কেট), নোয়ারাই, গোবিন্দগঞ্জ, ধারণ, জাউয়া, হায়দরপুর, লাকেশ্বর, বাংলাবাজার, চানপুর, বাউশা, আমেরতল, চৌমুহনী, বড়কাপন, কালারুকা, হাসনাবাদ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। একদিনে এখানে হাট বাজারে যে পরিমাণ পোনা বিক্রি হয় তা ছেড়ে দিলে একটা হাওড় মাছে পরিপূর্ণ হতে পারে বলে অনেকেই মত প্রকাশ করেন। এ অবস্থা চলতে থাকলে এক সময় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন, পোনা ও মা মাছ হয়তো আপনার এক বেলার খাবার হবে কিন্তু এগুলো বড় হলে হাজারো মানুষের খাবারের চাহিদা মেটাবে। মাছের পোনা ও মা মাছ ধরা থেকে বিরত থেকে সবাইকে মিলে মৎস্য সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখার জন্য তিনি পরামর্শ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে বলেছেন, পোনা মাছ বিক্রি বন্ধ করতে শীঘ্রই অভিযান শুরু হবে। মৎস্য বৃদ্ধির জন্য সবাইকে পোনামাছ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।