স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমা নদীর ভাঙ্গনে বিলীন নুরপুর গ্রামের জামে মসজিদ। গত শুক্রবার মাগরিবের নামাজের পর জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নুরপুর গ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদটি সুরমার ভাঙ্গনের কবলে পড়ে। ফলে নামাজ পড়ার সুযোগ না থাকায় বিপাকে মুসল্লীরা। নুরপুর গ্রামের বাসিন্ধা ও জেলা শ্রমিকলীগনেতা সায়েম পাঠান জানান, এ মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ও অনেক প্রাচীন। মসজিদেই গ্রামের অনেক মানুষ নামাজ পড়তেন কিন্তু হঠাৎ করে নদীর ভাঙ্গনে মসজিদ তলিয়ে যাওয়ার কারনে বিপাকে অনেক মুসল্লীরা। সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক পাঠান বলেন, গ্রামের মসজিদটি সুরমার ভাঙ্গনে বিলীন প্রায়। গ্রামের একটি ছোট মক্তবে নামাজ পড়তে হচ্ছে। সরকারের কাছে জোড়দাবী, গ্রামের মুসল্লীদের নামাজ পড়ার জন্য দ্রুত মসজিদ যেন নির্মাণ করে দেয়া হয়। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, জামালগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গত মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হচ্ছে। আশা করি সরকার কার্যকর ব্যবস্থা নেবে। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সাবিবুর রহমান বলেন, ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা করার জন্য প্রকল্প দাখিল করা হয়েছে। এবং অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।