দোয়ারাবাজার প্রতিনিধি;
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে উঠলো বজ্রপাতে নিহত ইলিয়াস আলীর লাশ।
রবিবার ভোর ৬টার দিকে স্থানীয় চেলা নদীর চাইরগাঁও বাজার (ক্যাম্পের) ঘাটে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৪ জুন ভোরে বালু কালেকশন করতে দুই সহযোগীসহ ইলিয়াস আলী চেলা নদীতে যায়। সকাল আটটার দিকে স্টিলবডি নৌকার পিছনের গলুইয়ে (দাঁড়বৈঠায়) থাকা ইলিয়াস আলী বজ্রাঘাতে ছিটকে পড়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এসময় তার দুই সহযোগী অল্পের জন্য বেঁচে যান। নিহত ইলিয়াস আলী (২৮) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র। তার সহযোগীরাও একই এলাকার বাসিন্দা।