জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলায় হাওরের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও সেলাই মেশিন বিতরন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট এর সহায়তায় ও গেইন এর উদ্যোগে ৫০ জন সদস্যদের মাঝে চাউল, ডাল, লবন ও তেল বিতরন করা হয়। আয়োডিন যুক্ত লবণ এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল গ্রহণের উপকারতিা বিষয়ক প্রচারভিযান অনুষ্টিানে সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম। এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ, সাচনা বাজার সুজন কমিটির সভাপতি মুখলিছ মিয়া, সহ সভাপতি বছির আহম্মদ, কোষাধক্ষ নাজমুল হাসান, বিকশিত নারী কমিটির সদস্য কলাপনা বেগম, রুমা, আম্বিয়া বেগম. দূর্গারানী, বানী রানী, দি হাঙ্গার প্রজেক্ট’র ওর্য়াড নাগরিক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, হালেমা বেগম, জোসনা বেগম, ওমরগনি, রুপনাহার, মরিয়ম, নিলুফা ইয়াসমিন প্রমূখ। অপরদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর ও দি হাঙ্গার প্রজেক্ট’র যৌথ উদ্যোগে সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের মৃত নুরউদ্দিনের স্ত্রী রাকিবা খাতুনকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।