শাল্লা প্রতিনিধি::
বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে কারাবন্দী ঝুমন দাসকে আইনী সহায়তার জন্য ৫০হাজার টাকার একটি চেক দিয়ে অর্থ সহায়তা করেছে সংগঠনটি। ১২ জুন বিকেলে নোয়াগাঁও গ্রামে ঝুমন দাসের নিজ বাড়িতে তার স্ত্রীর হাতে ওই চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলার বাংলাদেশ
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চয়ন পাল, পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সদস্য সচিব অধ্যাপক তরুণ কান্তি দাস, ওসমানী নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক কাঞ্চন দেব, পরিষদ নেতা সজল দেব, ওসমানী নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক রিপন নাগ, বাংলাদেশ সপ্রাবি সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, ওসমানী নগর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মনোজ দাশ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব ও ওসমানী নগর ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি প্রমুখ। এরপূর্বে গত ১৭ মার্চে নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ি ও মন্দির পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় ঝুমন দাসের বাড়িতে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন তারা। নেতৃবৃন্দ নোয়াগাঁও গ্রামে সার্বজনীন মন্দিরে ইউকে’র পক্ষ থেকে একটি নাট মন্দির নির্মাণ করার প্রস্তাব করা হয়।