স্টাফ রিপোর্টার::
উপজেলার হবিবপুর ইউপির আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল আলোচিত দপ্তরী প্রসেন রায় ওরফে গোপাল রায় (৩২) কে ৪ লিটার মদসহ আটক করেছে শাল্লা থানা পুলিশ। সে আনন্দপুর গ্রামের মৃত কলি রায়ের ছেলে। ১৫জুন মঙ্গলবার দুপুরে আনন্দপুর গ্রামস্থ দিরাই-শাল্লা মোড় থেকে তাকে আটক করে পুলিশ। সে দীর্ঘদিন ধরে চোলাই মাদক বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই প্রসূন রায় (গোপাল রায়) মাদক বিক্রি করে আসছিল। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে এএসআই রহমান মঞ্জুর বলেন ৪লিটার মদ তার কাছে পাওয়া গেছে। তিনি আরো বলেন এএসআই ফুলচাঁনসহ শাল্লা থানা পুলিশের একটি টিম মদসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে তিনি জানান। ওসিও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গোপাল রায় গত উপজেলা পরিষদ নির্বাচনে আনন্দপুর কেন্দ্রে ভোট চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর আগে সাংবাদিকের উপর হামলার অভিযোগে ১মাসেরও বেশি সময় জেল খাটে ওই স্কুল দপ্তরী।