জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পুকুরের পানিতে ডুবে সাত বছরের এক কন্যাশিশু মারা গেছে। শুক্রবার দুপুরে পৌর শহরের জগন্নাথপুর বাজারের জনতা রং ঘরের মালিক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামের জুয়েল দাসের শিশু কন্যা অনন্যা দাস মারা যায়। পরিবারের লোকজনের অগোচরে দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে অনুসন্ধান করা হলে পুকুরের পানি থেকে তার নিতর দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। জুয়েল দাশ দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর মন্দির বাড়ি এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে।