স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সবগুলো নদ নদীর পানি বিপৎসীমার নিচে। তবে উজানে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পানি বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শনিবার পর্যন্ত সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের দুটি পয়েন্টে (সুনামগঞ্জ) মাত্র ৩৫ মিলিমিটার এবং তাহিরপুরে লাউড়েরগড়ে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাদুকাটা, ষোলঘর ও দিরাই পুরান সুরমা পয়েন্টসহ সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার বিকাল ৩টায় যাদুকাটা পয়েন্টে পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নিচে এবং সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৫ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য পয়েন্টেও নদ নদীর পানি বিপৎসীমার নিচে বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা। তিনি আরো জানান, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণের আশঙ্কা আছে। ভারতের আসাম মেঘালয়ে বৃষ্টিপাতে ভারী বর্ষণের আশঙ্কা আছে। তবে এখনো জেলার সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।