স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুটি পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১২২ মিলিমিটার। এর মধ্যে সুনামগঞ্জ পয়েন্টে ৯২ মিলিমিটার এবং তাহিরপুরের লাউড়েরগড় পয়েন্টে ৩০ মিলিমিটার। তবে এখনো জেলার সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
৬ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময়ে তাহিরপুর উপজেলার যাদুকাটায় পানি বিপৎসীমার ১৩৬ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য সব নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে বইছে বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, এখনো সব নদন নদীর পানি বিপৎসীমার নিচে। তবে মধ্য জুলাইয়ে বন্যার সম্ভাবনা আছে।