স্টাফ রিপোর্টার::
একাত্তরের রণাঙ্গনের সাহসী সম্মুখযোদ্ধা ও প্রতিবাদী ব্যক্তিত্ব মালেক হুসেন পীর অসুস্থ। গত রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সদর হাসপাতলে মুুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন আছেন।
মালেক হুসেন পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের জন্য গত তিনমাস ধরে তিনি ও মুক্তিযোদ্ধা আবু সুুফিয়ান সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে সরেজমিন তথ্য সংগ্রহ করে চলছেন। গত মার্চ মাসে যুদ্ধাহম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান মালেক হুসেন পীরের সঙ্গে তথ্যসংগ্রহস করে দৈনিক সুনামকণ্ঠে এ নিয়ে সচিত্র ধারাবাহিক প্রতিবেদন লিখেছেন। এরই আলোকে গত সপ্তাহে মালেক হুসেন পীর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর এবং মোহনগঞ্জ তথ্য সংগ্রহ করতে যান। সেখান থেকে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। গত রোববার তার অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে সদর হাসপাতালে ভর্তি করান। হাসপতালে আনার পর সকালেই সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তাকে বিশেষ সেবা দেওয়ার জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের নির্দেশ দিয়েছেন।
মালেক হুসেনের পরিবারের লোকজন তার সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।