স্টাফ রিপোর্টার::
করোনা মহামারি থেকে মুক্তি ও দেশ-মানুষের কল্যাণ কামনা করে সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শ্রষ্ঠার নৈকট্যলাভ ও আতœত্যাগের শিক্ষা নিতে চলবে পশু কোরবানি। তবে মহামারি করোনার কারণে এবার উৎসব হচ্ছে ঘরবিন্দ। যারা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে জামাত আদায় করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে সুনামগঞ্জের বিভিন্ন ইদগাও মসজিদে ইদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের আগে ও পরের সেই চিরচেনা কোলাকুলি দেখা যায়নি। বরং মুখে মাস্ক পরে হাত তুলে অভিনন্দন জানিয়েছেন পরষ্পরকে।
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুই দফা ঈদের জামাত অনুষ্টিত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। বুধবার সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ওই জামাতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
এরপর জেলা শহরের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ পরবর্তী প্রার্থনায় করোনা মহামারি থেকে মুক্তির আকুতি জানিয়েছেন মুসল্লিরা।