শাল্লা প্রতিনিধি::
শাল্লা নাগরিক মঞ্চের উদ্যোগে সম্প্রতি শাল্লায় অপরাজনীতি ও সাম্প্রদায়িক প্রতিহিংসার শিকার অরিন্দম চৌধুরী অপু ও সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৩ টা থেকে প্রায় তিনঘন্টা ব্যাপি এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা নাগরিক মঞ্চের সমন্বয়ক রুবেল শঙ্কর ও মুখপাত্র সুব্রত কুমার দাসের যৌথ সঞ্চালনায় সুনামগঞ্জ জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় দেশ ও বিদেশ থেকে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, সাঁজানো ঘটনায় যুবলীগ নেতা অপুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি প্রদান করে দোষীদের শাস্তি দাবী করেন। বক্তারা অভিযোগ করেন প্রশাসন ও রাজনীতিতে স্বাধীনতা ও মুক্তযুদ্ধের বিরোধী শক্তির দোসরা আওয়ামী লীগকে ধ্বংস করা পায়তারা করছে, এজন্য পরীক্ষিত মুজিব সৈনিকদের নানাভাবে হয়রানি করছে। এক্ষেত্রে শাল্লার সাম্প্রতিক ঘটনাপ্রবাসে স্থানীয় আওয়ামী রাজনৈতিক নেতৃবৃন্দ যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের নিষ্ক্রিয় ভূমিকা হেফাজত অনুসারীদের আস্কারা দিচ্ছে বলে কেউ কেউ তাদের বক্তব্যে উল্লেখ করেন। কিছুদিন আগে অপু’র ভাইয়ের করা জিডির প্রেক্ষিতে বিভাগীয় শাস্তির মুখোমুখি হওয়া এস আই শাহ আলী নিজেকে বাঁচাতে অভিযুক্ত হেফাজত অনুসারীদের পারস্পরিক যোগসাজসে অপু ও অন্যান্যদের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করা হয়েছে বলে বক্তাদের অনেক সন্দেহ প্রকাশ করেন।
এছাড়াও শাল্লা থানার এসআই শাহ আলীকে মাদকাসক্ত উল্লেখ করে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী তার ডোপ টেস্ট করার জন্য সরকারের প্রতি দাবী জানান। পুরো ঘটনাটিকে শাহ আলীর সাথে যারা নীল নকশাকারী ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
ভার্চুয়াল প্রতিবাদ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ব্রজেন্দ্র দাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শেয়েব, সুনাগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফছর আজিজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
এডভোকেট সুব্রত দাসের সুচনা বক্তব্যের পর প্রতিবাদ সভার আলোচনায় আরো অংশ নেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশীষ তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সাবেক ছাত্র ও যুবনেতা অনাদি তালুকদার, প্রবাসী সাবেক ছাত্রনেতা নীলকান্ত দাশ ও মৃদুল কান্তি সরকার, এমসি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক নেতা টিটু চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃ্ন্ময় দাশ ঝুটন, শিক্ষক জ্যোতিষ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জস্থ শাল্লা সমিতির সভাপতি তাপস রঞ্জন তালুকদার, এডভোকেট লিটন চন্দ্র দাশ, অর্পণ তালুকদার, সুশান্ত দাশ, বিকাশ চন্দ্র, সন্দীপন তালূকদার, অলিউর রহমান চৌধুরী ইমন, জেনাউর শাফি, বাবলু মিয়া সহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই ভার্চুয়াল আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক ছাত্রনেতা বিপুল তালুকদার।