চান মিয়া, ছাতক::
ছাতকের এক ব্যবসায়ীর পাথর বোঝাই নৌকা দিয়ে এলাকাবাসী উপকার করতে এসে এখন বিপাকে পড়েছেন। মালামালসহ প্রায় কোটি টাকার নৌকা এখনো ফেরত পাননি ব্যবসায়ী।
কয়েক মাস আগে হাওরের একটি বেরিবাঁধ ভেঙ্গে যাওয়ার মুহূর্তে বাধরক্ষার জন্য এলাকাবাসী বালু বোঝাই ওই নৌকাটি দিয়ে বাধ আটকানোর চেষ্টা করেছিলেন। এসময় এ নৌকার কারণে ধর্মপাশা উপজেলার নূরপুর গ্রামবাসী গোলায় ফসল তোলতে সক্ষম হয়েছিল।
জানা গেছে প্রায় তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও প্রায় ২২শ’ঘনফুট পাথর বোঝাই নৌকাটি পানির নিচ থেকে উত্তোলন করে ফেরত দেবার কোন উদ্যোগ নেয়া হয়নি। জানা গেছে, ছাতক শহরের বাগবাড়ি মহল্লার পাথর ব্যবসায়ি হাজি আব্দুর রহমান বকুলের মালিকানাধিন আমিন নৌপরিবহনটি গত ২৩ এপ্রিল সকালে ২২শ’ঘনফুট পাথর নিয়ে ছাতক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওইদিন বিকেল ৪টায় নৌকাটি ধর্মপাশা উপজেলার ভোলাই নদী অতিক্রমকালে মান্নানঘাটের বাবুপুর বাজারের কাছে পৌছলে নূরপুর গ্রামের লোকজন নৌকাটি আটক করে হাওরের বেড়িবাধে নৌকাটি আটকে বাধরক্ষা করেন। নৌকার শ্রমিকরা বাধা দিলেও এলাকাবাসী মানেননি। ফলে তারা বাধ্য হয়েই ফসলরক্ষার কাজে নৌকাটি ব্যবহার করতে দেন। কিন্তু তিনমাসের অধিক সময় অতিবাহিত হলেও নৌকাটি উত্তোলন না করায় মাটির সঙ্গে মিশে গিয়ে বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিক।
ফসল রক্ষার স্বার্থে ভাঙ্গন কবলিত বেরিবাঁধে পাথর বোঝাই আমিন নৌপরিবহনের নৌকাটি আড়াআড়িভাবে ফেলে পানি আটকিয়ে ছিলেন কৃষকরা।
জানা গেছে ধান কাটার পর নৌকা মালিক স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে নৌকা উত্তোলন করে দেওয়ার অনুরোধ জানালেও এখন পর্যন্ত তার নৌকাটি উদ্ধার করে দেওয়া হয়নি। এ নিয়ে তিনি আইনী আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলে জানান।