স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের পরিচিতমুখ, জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি, কার্যনির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল রেফারি ক্রিকেট আম্পায়ার, সাবেক কৃতি ফুটবলার, প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়া সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান বিআরটি স্পোর্টস এর স্বত্তাধিকারী শাহ আবু জাকের আজ দুপুর ২ ঘটিকায় সিলেটের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে শাহ আবু জাকের স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে শাহ মো. আবু জাকের “ভাই” নামে সকলের নিকট পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতি. সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি মো. দবিরউদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ মুজতবা রাজী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা আমিনুল ইসলাম টিপু, উজ্জ্বল বখত, এনাম আহমদসহ আরো অনেকে। পরিচিত ব্যক্তিত্ব শাহ আবু জাকের এর মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা দিচ্ছেন সুনামগঞ্জের অনেকে।
মরহুমের জানাজার নামাজ বাদ এশা আরপিননগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরপিননগর ঈদগাহ ময়দানে তাকে দাফন করা হবে।