স্টাফ রিপোর্টার::
সনামগঞ্জে ত্রিপল মার্ডার মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ। বুধবার দুপুরে সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার দিরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ গ্রামের পাকা রাস্তার উপর হইতে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামী মোঃ আহাদ মিয়া (৫৪), মাসুক মিয়া (৫৫)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ১৭ জানুয়ারি দিরাই থানাধীন সাতপাকিয়া জলমহালের বিরোধ নিয়ে সংঘর্ষেতিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছিল।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।