স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনার গণটিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ৭ আগস্ট শনিবার সুনামগঞ্জ পৌর শহরের গণটিকা কেন্দ্রে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের সহযোগিতা করেন। তারা টিকা নিতে আসা লোকজনকে রেজিস্ট্রেশন, টিকা গ্রহণে সহযোগিতাসহ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করেন।
সুনামগঞ্জ পৌর শহরের ৯টি কেন্দ্রে এর আগে দ্বায়িত্ব বণ্ঠন করে দেওয়া হয়েছিল নেতাকর্মীদের। তারা শনিবার সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে শৃঙ্খলা রক্ষাসহ স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নানাভাবে সহযোগিতা করেন।
টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকে টিকাপ্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছ রহমান, সাধারণ সম্পাদক শিবলু আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হক প্রমুখ।