1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

ছাতকে করোনা গণটিকার প্রথম দিনে ৮ হাজার ১৮৩ জন ভ্যাক্সিন নিয়েছেন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১১.০২ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) সকাল থেকে উপজেলার ১৩ ইউনিয়নের ১৩ কেন্দ্রে করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও ভ্যাকসিন প্রদান কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। সকাল থেকেই করোনা ভ্যাকসিন নিতে টিকাকেন্দ্রে ভীড় লক্ষ্য করা গেছে। আবার কিছু কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। দিন শেষে অনেকেই ভ্যাক্সিন নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, ছাতক সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫৩৫ জন, কালারুকা ইউনিয়নে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, জাউয়াবাজার ইউনিয়নে বানায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, চরমহল্লা ইউনিয়নে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ৬০০, দক্ষিণ খুরমা ইউনিয়নে মানিকগঞ্জ বাজারে ৫৭২, উত্তর খুরমা ইউনিয়নে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০, নোয়ারাই ইউনিয়নে নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬০০, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ধারণ উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৮০০, ইসলামপুর ইউনিয়নে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, সিংচাপইড় ইউনিয়নে সিংচাপইড় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৫৯০, দোলারবাজার ইউনিয়নে বুরাইয়া কামিল মাদরাসায় ৬০০, ছৈলা আফজলাবাদ ইউনিয়নে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০২ ও ভাতগাঁও ইউনিয়নে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা করোনা ভাইরাস ভ্যাক্সিন প্রদান কমিটির সদস্য সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, এখানে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে। ১৩ টি কেন্দ্র ছাড়াও ছাতক সিমেন্ট কারখানার হাসপাতালে ২০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়। আর নিয়মিত টিকা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮৪ জন ভ্যাক্সিন নেন। সব কেন্দ্র মিলিয়ে আজকের প্রথম দিনে এখানে ৮ হাজার ১৮৩ জন করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!