শাল্লা প্রতিনিধি::
শাল্লায় ‘আনন্দপুর শিল্পীগোষ্ঠী’
নামক ৩বছর মেয়াদী একটি
পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১১আগস্ট বুধবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সঙ্গীতশিল্পী অধীর রঞ্জন দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট এ সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হরিধন দাস, যুগ্ম সম্পাদক রথীন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়, সহ সাংগঠনিক সুজন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রথীন্দ্র দাস, অর্থ সম্পাদক সুবোধ দাস বাচ্চু ও দপ্তর সম্পাদক রুপক পাল। অন্যরা হলেন-সুধীর রঞ্জন দাস, সতীশ বিশ্বাস, ধীরেশ সরকার, কেশব আচার্য, বকুল দাস, নিশি মাঃ দাস, বাবুল মিয়া, প্রবীর শীল, চয়ন পাল, রবীন্দ্র দাস, শংকর পাল, চয়ন দাস প্রমুখ। সংগঠনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিল্লীরা। পরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। ওই গ্রামের বহুমুখী প্রতিভার অধিকারী শিল্লীরা মূলত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে নব গঠিত এই সাংস্কৃতিক সংগঠন তৈরি করেন। করোনা মহামারিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গঠন করা হয় নতুন সাংস্কৃতিক সংগঠন আনন্দপুর শিল্পীগোষ্ঠীকে। সংগঠনটি বিভিন্ন পেশার শিল্পীদের নিয়ে গঠিত হয়।