স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরাঞ্চলের ইজারাবিহীন, ইজারাপ্রক্রিয়াধীন জলমহাল ইজারা না দিয়ে ফসলহারা কৃষক-মৎস্যজীবিদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন। একই সঙ্গে যেসব জলমহাল ইজারা হয়েছে সেসব জলমহালের ইজারাদারদের সীমানার বাইরে মৎস্যজীবিদের মৎস্য আহরণে বাঁধা প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুক্তারপাড়ায় সংগঠনের নিয়মিত বৈঠকে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, অ্যাডভোকেট এনাম আহমেদ, সংগঠনের সদস্যসচিব বিন্দু তালুকদার সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম প্রমুখ।
বক্তারা বলেন, একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় হাওরে নিরব দুর্ভিক্ষ চলছে। সরকারি অপ্রতুল সহায়তা নিঃস্ব কৃষকের চাহিদা পূরণ করতে পারছেনা। তাই হাওরের কৃষক-মৎস্যজীবিদের জন্য জেলার অইজারাকৃত জল মহাল মাছ ধরার জন্য উন্মুক্ত করে দিতে হবে। যাতে কোনমতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে তারা। পাশাপাশি ইজারাকৃত জলমহালের প্রভাবশালী ইজারাদাররা যাতে সীমানার বাইরে গিয়ে রাজত্ব প্রতিষ্ঠা না করে সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কৃষক-মৎস্যজীবিরা ইজারাকৃত বিলের বাইরে মৎস্য আহরণের সুযোগ পেলে এই কঠিন অবস্থা সামাল দিতে সহায়ক হবে বলে বক্তারা জানান।