অনলাইন ডেক্স::
ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবার বিজয়ী হওয়েছে তিন বাঙ্গালি কন্যা। এর মধ্যে রুশনারা আলী হ্যাট্ট্রক করেছেন। বঙ্গবন্ধুর নাতনি টিউলিট সিদ্দিক ও ড. রূপা হক দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তাদের বিজয়ে লণ্ডনস্থ বাঙ্গালি শিবিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়াও এবার এই তিনজন ছাড়া ১৫জন বাঙ্গালি বংশোদ্ভুত প্রার্থী নির্বাচন করেছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী বাঙালি প্রার্থীরা হলেন— রুশনারা আলী (লেবার, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসন), টিউলিপ রেজওয়ান সিদ্দিক (লেবার, হ্যাম্পস্টেট অ্যান্ড কিলবার্ন), রূপা হক (লেবার, ইলিং সেন্ট্রাল ও একটন), আনোয়ার বাবুল মিয়া (লেবার, ওয়েলউইন অ্যান্ড হ্যাটফিলড), মেরিনা আহমদ (লেবার, বেকেনহাম), রওশন আরা (লেবার, সাউথ থেনেট), ফয়সল চৌধুরী এমবিই (লেবার, স্কইল্যান্ডের এডিনবারা সাউথ ওয়েস্ট), আবদুল্লাহ রুমেল খান (লেবার, পোর্টসমাউথ নর্থ), জুয়েল মিয়া ( লেবার পার্টি , লাফবরা) সাজু মিয়া (লিবডেম, ওয়াইর ফরেস্ট), আজমল মাশরুর (স্বতন্ত্র, বেথনাল গ্রিন অ্যান্ড বো), ওলিউর রহমান (স্বতন্ত্র, পপলার এন্ড লাইম হাউজ), আবু নওশাদ (স্বতন্ত্র, ইয়ার্ডলি, বার্মিংহাম), ব্যারিস্টার মির্জা জিল্লুর (স্বতন্ত্র, ইস্টহাম) ও আফজল চৌধুরী (ফ্রেন্ডস পার্টি, ইস্টহ্যাম)।
হ্যাট্রিক বিজয় পেয়েছেন রুশনারা আলী। প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপিও রুশনারা আলী। আর দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেণ টিউলিপ সিদ্দীক ও ড. রূপা হক।