সাইফ উল্লাহ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উপজেলা যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, মো. মানিক মিয়া, মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাদল, গোলাম হোসেন, সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের যুবলীগের সহ সভাপতি মো. বশির আহম্মেদ, সাচনা বাজার ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি শাহানুর মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ আলম লিমন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, আগস্ট মাস শোকের মাস এই মাসে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে উদযাপন করা হবে। পরবর্তী ২১ আগস্ট গেনেট হামলায় বিশেষ কর্মসুচী আয়োজন করা হইবে। এতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করেন। এবং আগামী কাল ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে আপনার সকলেই অংশ গ্রহণ করবেন আশা করি।