তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে যথাযত মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওায়হান কবির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল হোসেন খানে, সাধারণ সম্পাদক অমল কান্তি করের নেতৃত্বে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ সভাপতি আলী মুর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর বিষয়ক সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন, শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা ইমন আহমেদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ও তাহিরপুর সদও ৭টি ইউনিয়নের স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্টান ও ৭ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যথাযত মর্যাদায় দিবসটি পালন করেছে।