ধর্মপাশা প্রতিনিধি
দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন, মিলাদ মাহফিল ,আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই পক্ষের নেতাকর্মীদের উদ্যোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল রবিবার (১৫আগস্ট) পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন। সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, সুখাইড় রাজাপুর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সহসভাপতি ফরহাদ আহমেদ প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপরাংশের নেতাকর্মীদের উদ্যোগে ওইদিন বেলা পৌনে দুইটার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু , উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নূরুল হুদা মুকুল, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মারুফ আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য নূর রহমান তুষার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি প্রমুখ। এ ছাড়া উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।