জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তন হল রুমে আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ইফতার পুর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যুবলীগ নেতা মো. জাবেদ জাহাঙ্গীর, সাধারন সম্পাদক রায়হান আহম্মেদ’র সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মো. আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) বাবু নির্মল চন্দ্র দেব, উপজেলা বিএনপি’র নেতা শাহ জাহান মিয়া, যুবলীগ নেতা শিরিন তালুকদার, ভীমখালী ইউপি যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. বাবুল মিয়া, সংগঠনের কোষাধক্ষ আলী আমজাদ, সদস্য আনোয়ার পাশা, মো. হাসিন মিয়া, বাবুল মিয়া, সুজন চৌধুরী, বুরহান উদ্দিন, মাসুদ মিয়া, সুফায়েল আহম্মেদ, রাসেল আহম্মেদ, পূন্দ্রেন্ধু তালুকদার প্রমূখ। আলোচনা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।