স্টাফ রিপোর্টার::
সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও জেলার সকল ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগের কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, শফিকুল ইসলাম, জুনেদ আহমদ, গৌতম বণিক ও ফজলুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মঈনুল হক, তারেক মিয়া, সাব্বির আহম্মেদ, সালমা চৌধুরী, মোবারক হোসেন, তাহের মিয়া, কামরুল হাসান কমল, দিরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক অজিত বরণ তালুকদার, শাল্লা উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জহির মিয়া, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজদ, তাহিরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক সেলিম হায়দার, যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, মহিবুর রহমান চৌধুরী, ডা. মনধীর রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম, দিরাই উপজেলা কৃষক লীগের সদস্য রঞ্জিত রায় প্রমুখ।
সভায় বক্তারা সুনামগঞ্জের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী বোরো ফসল উঠা না পর্যন্ত সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান।