তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সাব সেক্টরে শহীদ হওয়া সিরাজুল ইসলামের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
২০ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাটে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ সিরাজের সমাধীস্থলে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। পরে সম্মিলিত প্রার্থনা করেন নেতৃবুন্দ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক মিলন তালুকদার, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বিল্লাল আমীন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সাব সেক্টরে স্থানীয় কতিপয় রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনীর হাতে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন সিরাজুল ইসলাম সিরাজ।
১৯৭১ সালে স্নাতকে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ। আসামের ইকো ওয়ান সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব-সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ৭ই আগস্ট সুনামগঞ্জের সাচনা বাজার এবং জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানীদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা। তৎকালীন সময়ে পাকিস্তানের স্থানীয় কতিপয় রাজাকার বাহিনীর সহযোগিতায় নির্মম বুলেটের আঘাতে শহীদ হন সিরাজুল ইসলাম সিরাজ।