বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক পদে হিমাদ্রী শেখর ভদ্র মিঠু নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক।
সভাপতি পদে লতিফুর রহমান রাজু (দৈনিক সংবাদ) ২৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাহবুবুর রহমান পীর (দৈনিক যুগান্তর) ২০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে হিমাদ্রী শেখর ভদ্র মিঠু (সময় টিভি) ২১ ভোট ও আশিকুর রহমান পীর (বাংলানিউজ) ২১ ভোট পান। পরে লটারিতে সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র মিঠু নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার (২৬ ভোট), আল হেলাল (২৫ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম (২৩ ভোট), পাপন সেনরায় (২১ ভোট), অর্থ সম্পাদক পদে একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক পদে শহীদূর আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ফুয়াদ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোয়ার চৌধুরী নির্বাচিতত হন। কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য পদে সবচেয়ে বেশি ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম। অন্যরা হলেন মাসুম হেলাল, ঝুনু চৌধুরী ও দিলাল আহমদ। সাহিত্য, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে নিবা প্রতিদ্বন্ধিতায় রুজেল আহমদ নির্বাচিত হন।