মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন দুগনই গ্রামের পাশে কাইল্যানী হাওরে মাছ ধরার সময় দুই জেলে বজ্রপাতে মারা গেছেন।
সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের কাইলানী হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে নিহত হয় দুগনই গ্রামের মলিব আলীর ছেলে সাজনুর মিয়া (৩৭) ও ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া( ১৬)।নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।