তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন-কমিউনিকেবল ডিজিজেস (এনসিডি) কর্ণার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে হাসপাতালের একটি কক্ষে এনসিডি কর্ণার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। পরে তিনি অত্যাধুনিক এক্স-রে মেশিনসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ রকম অত্যাধুনিক এক্স-রে মেশিন জেলা হাসপাতালেও নেই বলে এর সঠিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবার মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় করোনা ভাইরাসের ভেকসিন নিতে আসা মহিলাদের শরীর স্পর্শ না করে কিভাবে ইনজেকশন পুশ করতে হয় একজন মহিলাকে নিজে পুশ করে তা দেখিয়ে দেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়। উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ডা. ফাতেমা তুজ জহুরা, ডা. কবির আহমদ, ডা. তোফায়েল আহমদ সানি, ডা. শাহীন রেজা, ডা. ফারজানা বেগম, সিলেটের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বণিক, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, প্রধান সহকারী আমিরুল হক, এক্স-রে অপারেটর আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী জানান, নন-কমিউনিকেবল ডিজিজেস (এনসিডি) কর্ণার প্রতিষ্ঠা হওয়ায় এখন থেকে হাসপাতালে ডায়াবেটিস, প্রেশার উঠা নামা ও হৃদরোগ রোগীদের চিকিৎসা দেয়া হবে।