স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই গরিব অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। করোনা মহামারির সময় কর্মহীন পরিবারের সদস্যদের এবং দরিদ্র জনগোষ্টির মাঝে পর্যায় ক্রমে ত্রাণ বিতরণ করেন। আজও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছি আপনাদের মাঝে। আগামীতে ও তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী দেশের গরিব মানুষের দরদী ও পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেন তিনি।
৩১ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়া ঈদগাহ ময়দানে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ১ হাজার দরিদ্র জনগোষ্টির মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্ম কর্তা জাকির হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ সদর যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, যুবলীগ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পাভেল আহমদ, ছাত্রলীগ সহ সভাপতি আপন আহমদ, প্রমুখ।