1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছাতকে শিক্ষার্থীদের বরণ করতে তোরণ নির্মাণ!

  • আপডেট টাইম :: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১.০৭ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা মেনে শেষ হয়েছে প্রস্তুতি। তবে সুনামগঞ্জের বেসরকারি একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বরণ করতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে। তারা তৈরি করেছে বরণ তোরণ। পথে পথে টাঙ্গিয়েছে রঙিন ফেস্টুন। এসবই শিক্ষার্থীদের বরণ করতে করেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ।
জানা গেছে ২০১৪ সনে স্কুলটি প্রতিষ্ঠার পরই উন্নত পরিবেশে ও বিশেষ ব্যবস্থায় পাঠদান করছে। প্রতি বছর জেএসসি ও এসএসতিতে শতভাগ ফলাফলসহ উপজেলায় জিপিএ প্রাপ্তির দিক দিয়েও শীর্ষে আছে। বর্তমানে প্রতিষ্ঠানে ৬ষ্ট শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতায়ও নৈপূণ্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। করোনার কারণে পাঠদান বন্ধ থাকলেও শুরু থেকেই অনলাইন ক্লাস নিয়েছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার ১৬ দফা নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় নির্দেশনাগুলো মেনে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা বাড়তি হিসেবে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে প্রতিষ্টানের প্রবেশপথে বানিয়েছে বরণ তোড়ণ। পাশাপাশি পতাকারূপি নানা রঙের ফেস্টুন দিয়ে সাজিয়েছে পুরো প্রবেশপথ। ক্যাম্পাসও সাজানো হয়েছে।
সাজানোর পাশাপাশি ৬ষ্ট ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও সরবাস্থ্যবিধি মেনে নবীণবরণের মাধ্যমে স্বাগত জানানো হবে।
সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী বলেন, করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল প্রতিষ্ঠান। সবার মতো শিক্ষার্থীদের মনও বিষন্ন। তাই তাদেরকে আনন্দের মাধ্যমে বরণ করতে আমরা তোরণসহ সাজসজ্জা করেছি। নতুনদের বরণও করা হবে। তবে সবকিছুই করা হবে সরকারি নির্দেশনা মেনে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!