স্টাফ রিপোর্টার::
হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুর্গাচরণ দাশকে গার্ড অব অনার প্রদান করেছে উপজেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর দুপুরে তাঁর নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে-এ গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় এলাকার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৭সেপ্টেম্বর অসুস্থতার কারণে ভোরে মৃত্যু হয় তাঁর। তিনি উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। দন্ত চিকিৎসক হিসেবেও এলাকাজুড়ে সুনাম রয়েছে এই বীর মুক্তিযোদ্ধার। তাঁর আকস্মিক মৃত্যুতে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।