স্টাফ রিপোর্টার::
আবারও পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন। ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সহকারি সচিব আব্দুস সালাম মণ্ডল কর্তৃক প্রেরিত এক পত্রে ড. খায়রুল কবির রোমেনকে পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়। সুনামগঞ্জে ফৌজধারী আদালতে তিনি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য এর আগেও ড. খায়রুল রোমেন পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই পত্রের অনুলিপি সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানাো হয়েছে।
ড. খায়রুল কবীর রোমেন পিপি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গিকার করেছেন।