দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. আব্দুর রহিম গত দু’সপ্তাহ থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম একাধারে চিকিৎসক এবং জনপ্রতিনিধি হিসেবে সব সময় মানুষের সেবা করে এসেছেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।
সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন সার্জন, স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন। ১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
এদিকে, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিমের প্রথম জানাযা বালিউড়া বাজারে সকাল ১১ টায় এবং দ্বিতীয় জানাযা বিকেল ৩ টায় দোয়ারাবাজার উপজেলায় অনুৃষ্টিত হবে। জানাযা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলেও জানা গেছে।