তাহিরপুর প্রতিনিধি::
বেপরোয়া গতিতে চলা হ্যান্ডট্রলি চাঁপায় সুনামগঞ্জের তাহিরপুরে কুদ্দুছ মিয়া (২২) নামে এক কয়লা ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদাঘাট-মাণিগাঁও সড়কে এ ঘটনাটি ঘটে।
নিহত কুদ্দুছ উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গাছড়া গ্রামের জয়নাল আবেদীন ছেলে।
এক ঘটনায় উপজেলার মাটিকাঁঁটা গ্রামের কয়লা ব্যবসায়ী ওছিউর রহমানের ছেলে তারেক মিয়া (২১) নামে আরো এক ব্যাক্তি আহত হয়েছেন।
থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন জানান, ঘটনার পরপরই চালক হেলপার পালিয়ে যান। এরপর পুলিশ ঘটনাস্থল স্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল ও ঘাতক ইটবোঝাই হ্যান্ডট্রলিটি জব্দ করে থানায় নেয়।
উপজেলার মাটিকাঁটা গ্রামের গ্রামের কয়লা ব্যবসায়ী ওছিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে কেনাকাঁটা শেষে ব্যাক্তিগত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার বাদাঘাট-মাণিগাঁও সড়কে শিমুল বাগান এলাকা হতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ইটবোঝাই হ্যান্ডট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক আমার সহোদর ভাইয়ের ছেলে কয়লা ব্যবসায়ী কুদ্দুছ মিয়া ও অপর আরোহী আমার ছেলে তারেক মিয়াকে চাঁপা দিয়ে গুরুতর আহত করে।
আহতদের মধ্যে কুদ্দুছ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মোটর সাইকেল আরোহী আমার ছেলে তারেক মিয়া আহত হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেল চালক কয়লা ব্যবসায়ী ও আরাহীকে ট্রলি চা^ঁপা দেয়ার পরই ইট বোঝাই হ্যান্ডট্রলি সড়কে ফেলে পালিয়ে যান উপজেলার রাজাই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ট্রলি চালক বাবুল মিয়া ও তার সাথে সাথে অজ্ঞাত নামা অপর এক হেলপার। ,